শিরোনাম

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদ- এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

 প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৪:১১ পূর্বাহ্ন   |   শোক


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাক্তন একান্ত সচিব ও প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদ- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, সৎ, দক্ষ, সাহসী এবং কর্তব্যপরায়ণ কর্মকর্তা ড. সামাদ ভারতের সঙ্গে গঙ্গা পানি চুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে বিশেষ অবদান রাখেন। মহান মুক্তিযুদ্ধে ড. এস এ সামাদের অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে।

শোক এর আরও খবর: