শিরোনাম

সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

 প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১১:১৫ অপরাহ্ন   |   শোক


কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন  সৎ, দক্ষ, অভিজ্ঞ ও আদর্শবান রাজনীতিবিদ। আজীবন জনকল্যাণে নিবেদিত এ বিশ্বস্ত ও পরীক্ষিত নেতার মৃত্যুতে দেশ একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও দেশপ্রেমিক জননেতাকে হারালো।

উল্লেখ্য, অধ্যাপক আলী আশরাফ (৭৪) আজ শুক্রবার (৩০ জুলাই) আনুমানিক বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে, ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোক এর আরও খবর: