শিরোনাম

ড. এসএ সামাদ- এর মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

 প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৪:০৭ পূর্বাহ্ন   |   শোক


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাক্তন একান্ত সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদ- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী এক শোকবার্তায় ভারতের সঙ্গে গঙ্গা পানি চুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে  ড. সামাদ-এর বিশেষ অবদান তুলে ধরে বলেন, ড. এসএস সামাদ তার কাজের মধ্যদিয়ে অমর হয়ে থাকবেন।মহান মুক্তি যুদ্ধে তার অবদান চির অম্লান হয়ে থাকবে বলে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার উল্লেখ করেন। 

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক এর আরও খবর: