আমদানি পর্যায়ে ভ্যাটের আগাম কর প্রত্যাহারের চায় এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি পর্যায়ে ভ্যাটের আগাম কর (এটি) ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। তবে ব্যবসায়িক খরচ বৃদ্ধি পায় বলে আগাম এ কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। তবে
প্রস্তাবিত বাজেটে বাস্তবতার নিরিখে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণ, অর্থনৈতিক কার্যক্রম সচল ও গতিশীল এবং অক্ষুণ্ন রাখার প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে। এছাড়া বাজেটে সামাজিক নিরাপত্তাবেষ্টনী, অবকাঠামো, আর্থসামাজিক, দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেয়ায় বাজেট যুগোপযোগী হয়েছে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
চূড়ান্ত বাজেটের ক্ষেত্রে বেশকিছু প্রস্তাব বিবেচনায় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এসব দাবির মধ্যে রয়েছে রফতানিমুখী শিল্প, বিশেষ করে পোশাক শিল্পের উৎসে কর দশমিক ২৫ শতাংশ আগামী পাঁচ বছর অব্যাহত রাখা, ব্যক্তি আয়করদাতাদের ক্ষেত্রে ন্যূনতম করের হার দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ২৫ শতাংশ করা হয়েছে। তবে সব ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি দশমিক ২৫ শতাংশের প্রস্তাব করা হয়েছে।