কর্মস্থলে যোগ দিয়েই অপরাধ পর্যালোচনা সভায় অংশ নিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি
 
                                                                                                আজ সকালে নতুন কর্মস্থলে যোগদান করেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান । এ সময় ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল  রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, কমান্ডান্ট ইন-সার্ভিস (বরিশাল, পিরোজপুর)সহ বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার। এরপর রেঞ্জ ডিআইজি এর সভাপতিত্বে দুপুর ২টায় বরিশাল রেঞ্জের  মে/২০২১ মাসের অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা  সভায় রেঞ্জের শ্রেষ্ঠত্বদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভা অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, বরিশাল  অঞ্চলের নৌ পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            