সহকর্মীদের বদলীজনিত বিদায় সংবর্ধনা দিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার
 
                                                                                                রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) মো: শরীফ আল রাজীব , সহকারী পুলিশ সুপার হাকিমপুর সার্কেল, দিনাজপুরে এবং সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) এ,কে,এম ওহিদুৃন্নবী সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল, দিনাজপুরে বদলী হওয়ায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে তাদেরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। 
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন এর পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম, সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ অন্যান্য অফিসারবৃন্দ।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            