গাজীপুরে দুই ওষুধ বিক্রেতাকে জরিমানা করলেন কাপাসিয়ার উপজেলা নির্বাহী
 
                                                                                                গতকাল কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের টোক বাজারে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বিভিন্ন পোল্ট্রি ও গবাদি পশুর ওষুধ বিক্রয়কারি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা।
এসব দোকানে গরু মোটাতাজাকরনের ওষুধ বিক্রি, সরকারের অনুমোদন করা ওষুধ বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করা হয় কিনা তা দেখা হয়।  
দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার জন্য দুইজন ওষুধ বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা  করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            