শিরোনাম

কক্সবাজারের টেকনাফে পানিবন্দি ৪২৫০ পরিবারকে প্রধামন্ত্রীর ত্রাণ সহায়তা

 প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৭:৫৬ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন



টানা বর্ষণে কক্সবাজারের টেকনাফের ছয়টি  ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়া ৪ হাজার ২৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মো.এরাফনুল হক চৌধুরী। এসময় ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সব মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হবে।’

ত্রাণ পাওয়ার পর কৃষক আবুল কালাম জানান, ‘টানা বর্ষণের কারণে পরিবারের ছয় সদস্য নিয়ে চলা খুব কষ্ট হয়েছে। প্রতিবছর বর্ষার দিনে দুর্ভোগ পোহাতে হয়। ত্রাণ পেয়ে খুব উপকার হয়েছে আমাদের। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’

টেকনাফ উপজেলা প্রশাসন জানায়, টানা বর্ষণে সীমান্ত উপজেলা টেকনাফে পাহাড় ধসে এক পরিবারের পাচঁজনসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এতে উপজেলার ছয় ইউনিয়নে সাত হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

এর মধ্যে টেকনাফ সদর, হ্নীলা, বাহারছড়া, হোয়াইক্যং, সাবরাং ও সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা রয়েছেন।এসব এলাকায় বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে রান্না খাবার, দুধ, চিনি, মুড়ি, চিড়া, বিস্কুট ও বিশুদ্ধ পানি রয়েছে।

উপজেলা প্রশাসন এর আরও খবর: