কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে বড়লেখা উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসমূহ ভঙ্গের কারণে অনেককেই মোবাইল কোর্টের আওতায় জরিমানা ও শাস্তির সম্মুখীন হতে হচ্ছে। তাই সরকারি নির্দেশনাসমূহ পালনের অনুরোধ জানানো হচ্ছে।
গত দুইদিন বড়লেখা উপজেলার বিভিন্ন বাজারে কোভিড-১৯ প্রতিরোধে চলমান নির্দেশনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণা এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী (তারিখ: ২৭ ও ২৮ জুলাই ২০২১)।