রাজবাড়ীতে মাপে তেল কম দেওয়ায় সপ্তবর্ণা পাম্পকে জরিমানা
 
                                                                                                খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দের মোড় এলাকায় পেট্রোলপাম্পগুলোতে পেট্রোল, অকটেন, ডিজেল, ওজনের পরিমাপ যাছাই করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৫জুন মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে গোয়ালন্দ মোড়ে পেট্রোল পাম্পের ওজনে সঠিক মাপ না দেওয়ায় পেট্রোল অকটেন ও ডিজেল ওজনে কম দেওয়ার কারণে গোয়ালন্দ মোড়ের সংলগ্ন প্তবর্ণা পেট্রোল পাম্পের সুশান্ত সরকারকে ওজন ও পরিমাপ মান দন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লংঘনে ৪৬ ধারায় পেট্রোল পাম্পের ৫০ হাজার টাকা জরিমানা করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সময় উপস্থিত ছিলেন বি এস টি আই পরিদর্শক উৎপল কুমার ও সহযোগিতায় জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক। আইন-শৃঙ্খলায় নিয়োজিত ছিলেন রাজবাড়ী সদর থানার এএসএই মোঃ রিপনের নেতৃত্বে পুলিশের একটি টিম। জেলায় প্রতিনিয়ত জনস্বার্থে এমন মোবাইল কোর্টের অভিযান চলোমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            