সালথায় সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনির বিদায় সংবর্ধনা সম্পন্ন
 
                                                                                                জাকির হোসেন (সালথা) :
ফরিদপুরের সালথায় সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনির বিদায় সংবর্ধনা  সম্পন্ন হয়েছে। সোমবার (২১ জুন)  বেলা ১১ টায় সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে সালথা উপজেলা সম্মেলন কক্ষে বদলীজনিত কারনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিকুজ্জামান,  সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণচন্দ্র বর্মনসহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা হোসেন কামাল, গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহবুব আহম্মদ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা,  শিক্ষক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপস্থিত বক্তারা সহকারী কমিশনার ভূমি মারুফা সুলতানা খান হীরামনির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। পাশাপাশি ভবিষ্যতে চাকুরী জীবনের সফলতা কামনা করে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            