গৌরীপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ
 
                                                                                                মশিউর রহমান কাউসার (গৌরীপুর):
ময়মনসিংহের গৌরীপুরে জেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার (২১ জুন) দুপুরে পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে  স্থানীয় ৫০ জন নারীকে সেলাই মেশিন ও ৫০ জন অসহায় নারী-পুরুষকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসূফ খান পাঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট ফরিদ আহাম্মদ, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য আরজুনা কবীর, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার। 
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            