স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের মাস্ক বিতরণ
 
                                                                                                এমএ জামান (সাতক্ষীরা): 
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে মাস্ক বিতরণ করেছেন।
বৃহস্পতি (২৪ জুন) দুপুরে সাতক্ষীরায় সামজিক স্বেচ্ছাসেবী সংগঠনের  নেতৃবৃন্দের হাতে এ মাস্ক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, আমরা বন্ধুর গাজী আসাদ, সাকিবুল ইসলাম, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সহ-সভাপতি, আফজাল হোসেন, (শাওন) সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান শিমুল, সাংগঠনিক রিজাউল করিম, প্রচার সম্পাদক, আলী মোক্তাদা  হৃদয়, রাহাত রাজা, ইয়ারুল ইসলাম, ইব্রাহিম খলিল,  স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সাতাশের মফিজুল ইসলাম, স্বপ্নসিড়ির অহিদুর রহমান, প্রথম প্রহরের রাকিবুল ইসলাম, আছিয়া বেগম ফাউন্ডেশনের আলমগীর টিটু প্রমুখ।
এরআগে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের নবগঠিত কমিটির পক্ষ  সদর উপজেলা চেয়ারম্যান মো. আাসাদুজ্জামান বাবুর ফুলেল শুভেচ্ছা জানান। স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে জুমার নামাজের সময় মুসল্লিদের মাঝে বিতরণের জন্য দুই হাজার মাস্ক প্রদান করেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            