মৌলভীবাজার সদরে লকডাউনের ২য় দিনেও উপজেলা প্রশাসন সহ সকল বাহিনী তৎপর
 
                                                                                                মৌলভীবাজারে লকডাউনের ২য় দিনে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শুক্রবার সকাল থেকে উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলার বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাইরে থাকা শপিংমল, মার্কেট দোকানপাট, খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল করার অপরাধে কয়েকজনকে আটক করা হয়। অপর দিকে নিষেধাজ্ঞা অমান্য করায় অর্থদন্ডও করা হয়  ও আটক ব্যক্তি ভবিষ্যতে স্বাস্থ্যবিধি প্রতিপালন করবেন এ অঙ্গীকার প্রদান করায় পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়৷
উপজেলা সদরে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে নিয়োজিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাধন। শহরের প্রত্যেকটি মোড়ে বসানো হয়েছে চেক পোষ্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আজ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্ট অনুয়ায়ী মৌলভীবাজারে করোনা সনাক্ত হয়েছে ৫২ জনের। নমুনা অনুযায়ী আক্রান্তের হার ৪০ শতাংশ।
সকাল থেকে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার জেলার সকল উপজেলায় লকডাউন কার্যকরে মাঠে কাজ করছেন।

 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            