বকশীগঞ্জে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করলেন নিবার্হী অফিসার মুনমুন জাহান লিজা
 
                                                                                                শামীম আলম (জামালপুর) : 
জামালপুর জেলার বকশীগঞ্জে টিসিবির পণ্য সরবরাহ ও ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু শুভ উদ্বোধন করলেন বকশীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মুনমুন জাহান লিজা। চলমান করোণা সংক্রামণের লকডাউনের এই সময় স্বাস্থ্য বিধি মেনে ভোক্তাদের ন্যায্যমুল্যে পন্য সরবরাহ করতে ট্রাকে করে ভ্রাম্যমান ভাবে বিক্রি চালু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এ সময় তার সাথে ছিলেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাশ। ন্যায্যমূল্যে টিসিবির পণ্য উদ্ভোধন এর সময় ইউএনও মুন মুন জাহান লিজা জানান, বকশীগঞ্জে যোগদানের পর হতে টিসিবির পণ্য সাধারণ জনগণের মাঝে ন্যায্যমূল্যে বিতরণের চেষ্টা করছিলাম, যা আজ বুধবার সফলো হলো। 
নিম্ন আয়ের জনগন এর জন্যে সহজে কম মূল্যে চিনি, সোয়াবিন তেল, মসুর ডাল বিক্রয় হচ্ছে টিসিবি পণ্যের আওতায়। পর্যায়ক্রমে সমগ্র উপজেলাতেই ট্রাক সেলের মাধ্যমে পর্যায়ক্রমে বিতরণ করা হবে টিসিবি পণ্যসমূহ।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            