শিরোনাম

গফরগাঁওয়ে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

 প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০১:৩১ পূর্বাহ্ন   |   উপজেলা প্রশাসন


এইচ কবীর টিটো (গফরগাঁও): 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রশাসনের উদ্যোগে গফরগাঁও প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের মোঃ শামছুল হক মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।
সভায় মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।

মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন,আমরা খারাপ সময় পার করছি।বর্তমান সরকার আন্তরিক ভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।এই অবস্থা থেকে উত্তরণের জন্য সাংবাদিকরা করোনা মহামারীতে বড় ভূমিকা রেখে চলেছে।আপনাদের মাধ্যমে সাধারণ মানুষদের মাঝে এই করোনার ভয়াবহতার বার্তা, অবস্থান তুলে ধরে দেশের মানুষকে সচেতন করতে হবে ।ঈদ কে সামনে রেখে সবাই সাবধানতা অবলম্বন করে এবং সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য সকল শ্রেণী- পেশার মানুষকে অনুরোধ জানান।

সভায় আরও বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সহ- সভাপতি রুবায়েত ইবনে হাকিম বাপ্পী, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, যুগ্ন-সম্পাদক রুকুন উদ্দিন সবুর, সাংবাদিক ফকির এ মতিন, শফিকুল কাদির, আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম খান, আতাউর রহমান মিন্টু, শফিউল আলম মারুফ, শেখ আব্দুল আওয়াল, আব্দুস ছালাম সবুজ, আজহারুল ইসলাম, এইচ কবীর টিটো,  মিথুন,  আরশাদ আহাম্মদ আসাদ, মতিউর রহমান মতি প্রমূখ।

উপজেলা প্রশাসন এর আরও খবর: