বকশীগঞ্জে প্রথম দিনে লকডাউনে ২০টি মামলায় ১১,৬০০/- টাকা জরিমানা
 
                                                                                                শামীম আলম (জামালপুর):
প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে টানা ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় সরকারি স্বাস্থ্যবিধি না মানা ও দোকানপাট খুলে বেচাকেনা করায় ২০ টি মামলায় ১১হাজার ৬০০/- টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার(২৩ জুলাই) বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, কঠোর লকডাউনের প্রথম দিনে সরকারি বিধিনিষেধ অমান্য এবং সংক্রমণের বিস্তার ঠেকাতে দণ্ডবিধির ২৬৯ ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ২০ টি মামলায় ১১,৬০০/- টাকা জরিমানা করা হয়েছে। 
এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            