শিরোনাম

অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ইউএনও বশির আহমেদ

 প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০৫:৫১ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন



পিরোজপুরে ৩৩৩ কল দিয়ে একদিনে খাবার পেল ৩০ পরিবার। গতকাল মঙ্গলবার ২৭ জুলাই দুপুরে সদর উপজেলা পরিষদ ভবনে অসহায় পরিবারগুলোর হাতে ১০ কেজি চাল, ডাল, তেল ও আলুসহ খাদ্য সামগ্রী তুলে দেন ইউএনও বশির আহমেদ। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ বলেন, প্রধানমন্ত্রী সদর উপজেলায় ১৩ লক্ষ টাকা খাদ্য সহায়তার জন্য বরাদ্দ দিয়েছেন। যা ৩৩৩-এর মাধ্যমে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি। ঢাকায় যে মেসেজ পাওয়া যায় তা যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা খাদ্য সহায়তা তুলে দেই। ৩৩৩ চালু হওয়ার পর থেকে আমরা ৫ শতাধিক লোককে খাদ্য সহায়তা দিয়েছি।

বিতরনকালে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামসহ সদর উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন এর আরও খবর: