ভোলার দৌলতখানে প্রানিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
 
                                                                                                সিমা বেগম (ভোলা) : 
আজ শনিবার (৫ জুন) সকালে  ভোলার দৌলতখান উপজেলার হালিমা খাতুন ডিগ্রি কলেজ মাঠে প্রানিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে।  প্রানিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  তারেক হাওলাদার। উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ সারথী দত্ত এর  সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ তারেক হাওলাদার, সহকারি কমিসনার ভূমি মহুয়া আফরোজ, উপজেলা পরিষধ ভাইস-চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, উওর জয়নগর ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন,সৌয়দপুর ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টো তালুকদার,চরপাতা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন,যুবউন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরি।
মেলায় উপজেলার বিভিন্ন খামারি গন তাদের গৃহপালিত পশু বিভিন্ন ষ্টলে প্রদর্শন করেন। উওর জয়নগর ইউপি চেয়ারম্যান  ইয়াছিন লিটনের খামারের  পশুগুলো দৃষ্টি কাড়ে সবার। অনুষ্ঠানে প্রানীসম্পদ কার্য্যালয় এর বিভিন্ন প্রকল্পের মাঠ কর্মীরা অংশগ্রহন করে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            