ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ
 
                                                                                                এইচ. এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী।
লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. শর্মিষ্ঠা ভট্রাচার্যের সঞ্চালনায় ও ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড: মোহাম্মদ হারুন অর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, আশরাফু ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, ত্রিশাল ডেইরি এসোসিয়েসশনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, ভেটেনারি সার্জন ডাঃ তানজিলা ফেরদৌসী প্রমুখ। আলোচনা সভা শেষে সংসদ সদস্য রুহুল আমিন মাদানী মেলার স্টল পরিদর্শন করেন।
অপরদিকে বিকেলে দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমূখ। পরে পুরস্কার বিতরণ করা হয়।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            