ছাগলকে দুই হাজার টাকা জরিমানা : আদমদীঘির সেই ইউএনওকে বদলি
 
                                                                                                ফুলগাছ খাওয়ার অভিযোগে গত ১৭ মে ইউএনও সীমা শারমিন একটি ছাগলকে দুই হাজার টাকা জরিমানা করেন। এর নয় দিন পর মালিক সাহারা বেগমকে না জানিয়ে ছাগলটি বিক্রির অভিযোগ ওঠে। এই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর সমালোচনার মুখে পড়েন ওই ইউএনও। গত ২৭ মে জরিমানার টাকা ইউএনও নিজে ফেরত দিয়ে ছাগলটি সাহারা বেগমের কাছে ফিরিয়ে দেন। 
ফুলগাছ খাওয়ায় ছাগলকে জরিমানা করে আলোচনায় আসা বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনকে বদলি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার বদলির চিঠি গতকাল মঙ্গলবার বগুড়ায় পৌঁছায়। বুধবার এই চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশসাক জিয়াউল হক।
বগুড়ার ডিসি বলেন, ‘আদমদীঘির ইউএনও বদলি হয়েছেন। তাকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার এসেছে। তবে ভ্রাম্যমাণ আদালতের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি ঠিক নয়। এটা নিয়মিত বদলি বলা যায়।’

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            