ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
আজ ২০ জুন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাংলাদেশ এর অতিঃ আইজিপি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম সভাপতিত্বে আসন্ন ইদুল-আজহায় শিল্পাঞ্চল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ আইন-শৃঙ্খলা সভা (Zoom ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) আইপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আইপি হেডকোয়ার্টার্স এর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিটের পুলিশ সুপারবৃন্দসহ সাব-জোনের দায়িত্বপ্রাপ্ত এএসপি ও ক্যাম্পের ইনচার্জবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন।
সভায় অতিঃ আইজিপি বিধি-মোতাবেক ইউনিটের সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন নিশ্চিত করাসহ পুলিশ হেডকোয়ার্টার্স এর সকল নির্দেশনা প্রতি পালন নিশ্চিত করতে ইউনিট প্রধানদের নির্দেশ প্রদান করেন। আসন্ন ইদুল-আজহা উপলক্ষে শিল্পাঞ্চলের আইন-শৃংখলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বিনিয়োগবান্ধব ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে, মালিক-শ্রমিক সুসম্পর্ক উন্নয়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ নিশ্চিত করতে, গুজবের মাধ্যমে সৃষ্ট শ্রমিক অসন্তোষ নিরসন করতে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মালিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বেপজা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধনের উপর জোর দেন।
এছাড়াও তিনি সকল পুলিশ সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় ইউনিটের সকল পুলিশ সদস্যদের শতভাগ ভ্যাকসিন ডোজ গ্রহণ নিশ্চিত করাসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।