শিরোনাম

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ জুন ২০২১, ০৯:৫৪ অপরাহ্ন   |   শিল্প পুলিশ


আজ ২০ জুন  ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাংলাদেশ এর অতিঃ আইজিপি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম সভাপতিত্বে আসন্ন ইদুল-আজহায় শিল্পাঞ্চল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ আইন-শৃঙ্খলা সভা (Zoom ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) আইপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আইপি হেডকোয়ার্টার্স এর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিটের পুলিশ সুপারবৃন্দসহ সাব-জোনের দায়িত্বপ্রাপ্ত এএসপি ও ক্যাম্পের ইনচার্জবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন। 
সভায় অতিঃ আইজিপি  বিধি-মোতাবেক ইউনিটের সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন নিশ্চিত করাসহ পুলিশ হেডকোয়ার্টার্স এর সকল নির্দেশনা প্রতি পালন নিশ্চিত করতে ইউনিট প্রধানদের নির্দেশ প্রদান করেন। আসন্ন ইদুল-আজহা উপলক্ষে শিল্পাঞ্চলের আইন-শৃংখলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বিনিয়োগবান্ধব ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে, মালিক-শ্রমিক সুসম্পর্ক উন্নয়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ নিশ্চিত করতে, গুজবের মাধ্যমে সৃষ্ট শ্রমিক অসন্তোষ নিরসন করতে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মালিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বেপজা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধনের উপর জোর দেন। 
এছাড়াও তিনি সকল পুলিশ সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় ইউনিটের সকল পুলিশ সদস্যদের শতভাগ ভ্যাকসিন ডোজ গ্রহণ নিশ্চিত করাসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।

শিল্প পুলিশ এর আরও খবর: