বিজিএমইএ সভাপতির সঙ্গে শিল্প পুলিশ প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে গতকাল বুধবার এক সৌজন্য সাক্ষাৎ করেছেন শিল্প পুলিশের প্রধান এডিশনাল আইজিপি মো. শফিকুল ইসলাম।
এ সময় বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান (কচি), সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।
শিল্প পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) এ কে এম আওলাদ হোসেন, পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্ট.) শিল্প পুলিশ হেডকোয়ার্টার্স, শোয়েব আহাম্মদ।