শিরোনাম

মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে শিল্প পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে

 প্রকাশ: ০১ জুন ২০২১, ১২:০২ পূর্বাহ্ন   |   শিল্প পুলিশ



 শিল্পাঞ্চলে মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে শিল্প পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে শিল্প কারখানায় উৎপাদন পরিবেশ বজায় রাখতে পুলিশের এই বিশেষ ইউনিট দায়িত্ব পালন করছে। এ জন্য দেশি-বিদেশি বিনিয়োগের ধারা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় ২০১০ সালে শিল্প পুলিশের যাত্রা শুরু হয়। এরপর থেকে শিল্প এলাকায় কর্মপরিবেশ যেমন নিশ্চিত হয়েছে, তেমনি দেশের প্রবৃদ্ধিও বেড়ে চলেছে। 
শিল্পাঞ্চলের ভিন্ন ধরনের সমস্যা সমাধানে শিল্প পুলিশ সফলতা দেখিয়ে চলেছে। তিনি বলেন, সারাবিশ্বে মন্দাভাব চলছে। এরপরও দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে  যাচ্ছে। শিল্প পুলিশের তৎপরতায় বাংলাদেশের শিল্পাঞ্চলগুলোর পরিবেশ শান্ত রয়েছে। গত জাতীয় নির্বাচনের আগে ও পরে শ্রমিকদের বেতন বৃদ্ধির যে আন্দোলন হয়েছিল, শিল্প পুলিশ দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতি সামাল দিয়েছে।

শিল্প পুলিশ এর আরও খবর: