শিরোনাম

অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশনায় আরো গতিশীল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ

 প্রকাশ: ০২ জুন ২০২১, ০১:২৩ পূর্বাহ্ন   |   শিল্প পুলিশ



ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর প্রধান. অতিরিক্ত আইজিপি  মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সকল ইউনিটসমূহকে (আইপি-১ হতে আইপি-৬) তাদের কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করতে নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ ঢাকার পক্ষ থেকে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ,মাস্ক বিতরণসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে।
গতকাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর  নির্দেশনায় ময়মনসিংহ  শিল্পাঞ্চল এলাকার ভালুকা থানাধীন গ্লোরী স্পিনিং লিমিটেড এর কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে নিরাপদ শিল্প পরিবেশ নিশ্চিত করতে মাদক ও জঙ্গী বিরোধী আলোচনা সভা এবং কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫ এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ৷

শিল্প পুলিশ এর আরও খবর: